kalerkantho


চালককে হত্যার পর ইজিবাইক নিয়ে পালায় তারা

গোপালগঞ্জ প্রতিনিধি    

২২ আগস্ট, ২০১৮ ০৯:৫২চালককে হত্যার পর ইজিবাইক নিয়ে পালায় তারা

গোপালগঞ্জের মুকসুদপুরে হাত-পা ও মুখ বেঁধে পানিতে ফেলে বিজয় মোল্লা (১৫) নামের এক ইজিবাইক চালককে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইকসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার ডোমরাকান্দিতে এ ঘটনা ঘটে। নিহত বিজয় মোল্লা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার চাপিকান্দি গ্রামের মৃত খলিল মোল্লার ছেলে।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, দুই ছিনতাইকারী যাত্রী সেজে মাদারীপুরের টেকেরহাট থেকে ফরিদপুরের ভাঙ্গা যাওয়ার জন্য বিজয়ের ইজিবাইক ভাড়া করে।

ইজিবাইকটি মুকসুদপুর উপজেলার ডোমরাকান্দিতে পৌঁছালে ছিনতাইকারীরা চালক বিজয়কে হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশের একটি খালে ফেলে দেওয়া হয়। এ সময় ইজিবাইক নিয়ে  দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার সময় টহল পুলিশ ইজিবাইকসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করে। পরে ওই স্থান থেকে বিজয়ের লাশ উদ্ধার করা হয়।

আজ বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মন্তব্য