kalerkantho


কাল নীলফামারীতে ঈদের প্রধান জামাত সকাল সোয়া ৮টায়

নীলফামারী প্রতিনিধি   

২১ আগস্ট, ২০১৮ ১৬:১৪কাল নীলফামারীতে ঈদের প্রধান জামাত সকাল সোয়া ৮টায়

নীলফামারী জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আগামীকাল বুধবার সকাল সোয়া আটটায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানে ঈদের নামাজ আদায় করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, জেলা প্রশাসনের সকল কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সকাল সকাল আটটায় নীলফামারী পুলিশ লাইন্স ঈদগাহ এবং মুন্সিপাড়া আহলে হাদিস ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করবেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা।

এ ছাড়াও সকাল সাড়ে আটটায় সার্কিট হাউস ঈদগাহ, বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ, কুখাপাড়া (সাবেক ধনীপাড়া) ঈদগাহ, জোরদগা ঈদগাহ মাঠে, সকাল পৌনে নয়টায় কলেজ স্টেশন ঈদগাহ, গাছবাড়ি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

তা ছাড়াও প্রতিকূল বা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সকাল সাড়ে আটটায় শহরের কেন্দ্রীয় বড় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ ময়দানের নামজ সংশ্লিষ্ট এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে।

এদিকে শান্তিপূর্ণ উৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, 'উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে জেলাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'মন্তব্য