kalerkantho


স্বাধীনের পালিত পিতার জন্য অটোরিকশা

কুড়িগ্রাম প্রতিনিধি    

১৯ আগস্ট, ২০১৮ ১৩:৪০স্বাধীনের পালিত পিতার জন্য অটোরিকশা

কুড়িগ্রাম সদর হাসপাতালে জন্ম নেওয়া পিতৃহীন স্বাধীনের পালিত পিতাকে একটি অটোরিকশা দিয়েছেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। আজ রবিবার (১৯ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অটোরিকশা দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এস এম আমিনুল ইসলাম, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ টি এম আনোয়ারুল হক প্রামাণিক, টিডিএইচ এর ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টিভ শহীদ কামাল, ফিল্ড কো-অর্ডিনেটর প্রণব কুমার রায়, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি অ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।

হতদরিদ্র পরিবারের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে টেরেডেস হোমস ফাউন্ডেশনের সৌজন্যে নবজাতক স্বাধীনকে দত্তক নেওয়া দিনমজুর মমিনুল ইসলাম ও মৌসুমী আক্তারকে প্রায় দেড় লাখ টাকা মূল্যের একটি অটোরিকশা বিনামূল্যে প্রদান করা হয়।

গত ৮ আগস্ট দুপুর ১২টা ২০ মিনিটে সদর হাসপাতালে মানসিক ভারসাম্যহীন নাসিমা বেগম পিতৃ পরিচয়হীন একটি পুত্র সন্তানের জন্ম দেন। ঘটনাটি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হলে জেলা প্রশাসক সুলতানা পারভীন নবজাতকের দায়িত্ব নিয়ে এর নাম রাখেন 'স্বাধীন'। পরে নিঃসন্তান দম্পতি মমিনুল ও মৌসুমী মানসিক রোগীসহ শিশুটির দেখভালের দায়িত্ব নেন। মন্তব্য