kalerkantho


দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৯ আগস্ট, ২০১৮ ০৪:৫৩দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মো. শাওন

দক্ষিণ আফ্রিকার একটি শহরে সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক মো. শাওন (৩০) নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৭ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে সন্ত্রাসীরা তার মাথায় গুলি করে।

নিহত শাওন লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রৌশন আলী পন্ডিত বাড়ির মনির আহাম্মদের ছেলে। তার চাচাতো ভাই শাহাদাত হোসেন জানান, সন্ত্রাসীরা শাওনের মাথায় গুলি করলে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়মন্তব্য