kalerkantho


বিশ্বম্ভরপুরে ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৮ ১৩:০৯বিশ্বম্ভরপুরে ভারতীয় মদসহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩০০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের বিশ্বম্ভরপুর থানায় সোপর্দ করা হয়েছে। সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার নেতৃত্বে বিশ্বম্ভরপুরের সীমান্ত সড়ক গামারীতলা থেকে বৃহস্পতিবার রাতে ভারতীয় মদের চালানসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- বিশ্বম্ভরপুরের শীলডুয়ার গ্রামের মৃত খুরশীদ আলীর ছেলে নুরুল ইসলাম ও গণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে লিটন মিয়া।

 মন্তব্য