kalerkantho


ঝিনাইদহে সড়কে অজ্ঞাত মরদেহ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৮ ১২:৫৫ঝিনাইদহে সড়কে অজ্ঞাত মরদেহ

ঝিনাইদহ সদরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে সাধুহাটি গালর্স স্কুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনও নিহতের নাম পরিচয় জানা যায়নি তবে তার আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে জেলা সদরের ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি গালর্স স্কুলের পাশে সড়কের উপর ক্ষত বিক্ষত একটি মরাদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে। রাতে ট্রাক অথবা বাসচাপায় তার মৃত্যু হতে পারে বলেও জানান ওসি।

 মন্তব্য