ফাইল ছবি
গাজীপুরের হোতাপাড়া এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলিগেন্স গার্মেন্টসের শ্রমিকরা। এতে করে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখো যাত্রীরা।
ঈদের আগে আগস্ট মাসের অর্ধেক বেতনের দাবিতে আজ শুক্রবার সকাল ১০টা থেকে সড়ক অবরোধ করে রেখেছেন তারা।
এ সময় শ্রমিকরা জানান, আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত বেতনের দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু সামনে কোরবানির ঈদ, কর্তৃপক্ষ বেতন-বোনাস দিতে গড়িমসি করছে। তাই মহাসড়কে নেমে বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ওয়াহিদ সাংবাদিকদের জানান, শ্রমিক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পুলিশের বিভিন্ন ইউনিট শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমঝোতার চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...