kalerkantho


পত্নীতলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

১৭ আগস্ট, ২০১৮ ০৯:১৬পত্নীতলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

নওগাঁ জেলার পত্নীতলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি একজন এনজিওকর্মী বলে জানা গেছে। তিনি কুড়িগ্রাম জেলার কালি কাশিপুর গ্রামের সমসের আলীর ছেলে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, অফিসের কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে ভাড়া বাড়িতে ফিরছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে শফিকুলের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শফিকুল মারা যান।

পত্নীতলা থানার ওসি পরিমল কুমার চন্দ্র সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।মন্তব্য