kalerkantho


ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৭ আগস্ট, ২০১৮ ০২:৫৫ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ছবি: কালের কণ্ঠ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক বিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলায়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে শিশুদের হাতে আঁকা মাদক বিরোধী ছবি দেখেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।

নতুন প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা ও মাদকের ভয়াবহতা সম্পর্কে তাদের ধারণা দেয়ার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান পুলিশ সুপার। পর্যায়ক্রমে জেলার সবকটি থানা এলাকায় এ প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও  জানান তিনি। 

প্রতিযোগিতায় মধুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় তাদের অভিভাবক ও শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্তব্য