kalerkantho


হিলিতে নির্দিষ্ট স্থানে পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ক মতবিনিময়

কালের কণ্ঠ অনলাইন   

১৬ আগস্ট, ২০১৮ ২৩:৫৭হিলিতে নির্দিষ্ট স্থানে পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ক মতবিনিময়

ছবি: কালের কণ্ঠ

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে দিনাজপুরের হিলিতে খামারি, কসাই ও ইমামদের নিয়ে নির্দিষ্ট স্থানে পশু জবাই ও বর্জ্য অপসারণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে দপ্তরের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারি, কসাই ও ইমামরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. নাসিরুল ইসলামের সভাপতিত্বে ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শেখ আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, ভেটিরিনারী সার্জন ডা. রতন কুমার ঘোষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা পরিবেশের যেন ক্ষতি না হয় সে জন্য নির্দিষ্ট স্থানে পশু জবাই করতে ও পশু জবাই করার পর পশুর রক্ত যাতে চারিদিকে ছড়িয়ে না পরে সেজন্য পশুর রক্তসহ বর্জ্যগুলো সঠিকভাবে অপসারণ করে নির্ধারিত স্থানে ফেলতে পরামর্শ দেন।মন্তব্য