kalerkantho


পঞ্চগড়ে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০১৮ ২২:২৭পঞ্চগড়ে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় রহমত আলী (৪০) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোদা-দেবীগঞ্জ মহাসড়কের সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহমত আলী বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের ফুলবাড়ি এলাকার এবাদত আলীর ছেলে। তিনি পেশায় কৃষক বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার দুপুরে রহমত আলী তার বাড়ি থেকে বোদা-দেবীগঞ্জ মহাসড়ক ধরে বাইসাইকেলযোগে সাকোয়া বাজারে যাচ্ছিলেন। সাকোয়া কলেজ মোড় এলাকায় পৌঁছালে দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি প্রাইভেটকার তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রহমত মহাসড়কের ওপর ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথেই রহমতের মৃত্যু হয়। এ ঘটনার পর স্থানীয় লোকজন গাড়িটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যায়।

বোদা থানার ওসি একেএম নুরুল ইসলাম প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।মন্তব্য