kalerkantho


গফরগাঁওয়ে আওয়ামী লীগের উদ্যোগে কাঙ্গালি ও গণভোজ

গফরগাঁও ( ময়মনসিংহ) প্রতিনিধি   

১৬ আগস্ট, ২০১৮ ০১:৪৭গফরগাঁওয়ে আওয়ামী লীগের উদ্যোগে কাঙ্গালি ও গণভোজ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দুই শতাধিক স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দলীয় উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন বক্তব্য রাখেন।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে প্রায় দুই শতাধিক স্থানে কাঙ্গালি ভোজ, গণভোজের আয়োজন করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও একাধিক স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। কর্মসূচিগুলোতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।মন্তব্য