kalerkantho


বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের দাফন সম্পন্ন

কুড়িগ্রাম প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০১৮ ১৯:০৯বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলামের দাফন সম্পন্ন

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে কবরস্থ করা হয়। 

এর আগে দুপুর ১২টা ১০ মিনিটে হেলিকপ্টারযোগে তার মরদেহটি ঢাকা থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নিয়ে আসা হয়। এরপরে দুপুর ২টায় কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। 

উল্লেখ্য, গত ১৩ আগস্ট রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মন্তব্য