kalerkantho


কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

কুড়িগ্রাম প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০১৮ ১৮:০১কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী। 

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আজ বুধবার সকালে শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সকালে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভ হতে জেলা প্রশাসনের উদ্যোগে একটি শোক র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন, অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, সিভিল সার্জন ডা.এস এম আমিনুল ইসলাম প্রমুখ। 

দিবসটি উপলক্ষ্যে আজ সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, কবিতা পাঠ, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ বঙ্গবন্ধুরআত্মজীবনী তুলে ধরা হয়। মন্তব্য