kalerkantho


সুন্দরবনে অপহৃত ৩০ জেলে উদ্ধার, গুলিবিনিময়

কালের কণ্ঠ অনলাইন   

১৫ আগস্ট, ২০১৮ ১৪:৪৯সুন্দরবনে অপহৃত ৩০ জেলে উদ্ধার, গুলিবিনিময়

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে অপহৃত ৩০ জেলেকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬)। এ সময় বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়। এছাড়া র‌্যাব-৬ এর সদস্যদের সঙ্গে বনদুস্য আল-আমিন বাহিনীর গুলিবিনিময়ের ঘটনা ঘটে। তবে, এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ বুধবার ভোরে সুন্দরবনের সাতক্ষীরার কয়রা অংশের মার্কি খালে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৬ এর অপরেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে মার্কি খালে বনদস্যু আল-আমিন বাহিনীর হাতে জিম্মি জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল। অভিযানে অন্তত ৩০ জন জেলেকে উদ্ধার করা হয়। এসময় জব্দ করা হয় বিপুল অস্ত্র ও গোলাবারুদ। অভিযান এখনও চলছে। শেষ হলে বিস্তারিত জানানো হবে বলেও জানান ওই র‌্যাব কর্মকর্তা।

 মন্তব্য