kalerkantho


নওগাঁয় বাসের চাকায় পিষ্ট হলেন বৃদ্ধা পথচারী

নওগাঁ প্রতিনিধি   

১৫ আগস্ট, ২০১৮ ০১:৪১নওগাঁয় বাসের চাকায় পিষ্ট হলেন বৃদ্ধা পথচারী

প্রতীকী ছবি

নওগাঁর নিয়ামতপুরে বাসের চাকায় পিষ্ট হলেন বৃদ্ধা পথচারী। জানা যায় আড্ডা হতে নওগাঁগামী বাস উপজেলার রসুলপুর ইউনিয়নের সারসডাঙ্গা নামক স্থানে বৃদ্ধা পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই বৃদ্ধা পথচারী নিহত হন। নিহত বৃদ্ধা পথচারী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আটরশিয়া গ্রামের মৃত-মনজুর হোসেনের স্ত্রী মানোয়ারা (৫৫)। 

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ৪টায় আড্ডা-নাচোল রোডে আড্ডা হতে নওগাঁগামী লোকাল বাস ৬৬৭৭ নম্বর আড্ডা হতে নওগাঁ যাওয়ার পথে নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের সারসডাঙ্গা নামক স্থানে রাস্তা পারাপারের সময় মানোয়ারা (৫৫)কে চাপা দেয়। এত ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এলাকাবাসী বাস আটক করলেও চালক পালিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছিল।মন্তব্য