kalerkantho


সততা স্টোর উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গফরগাঁওয়ে সহস্রাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ

গফরগাঁও(ময়মনসিংহ) প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৮ ১৮:৩১গফরগাঁওয়ে সহস্রাধিক শিক্ষার্থীর দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সহস্রাধিক শিক্ষার্থীর দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ, সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার পাগলা থানাধীন মাইজবাড়ি হাতেমতাঈ উচ্চ বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমন্বিত ময়মনসিংহ জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, দুর্নীতি দমন কমিশন ঢাকা এর সহকারি পরিচালক মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহসান। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি উপাধ্যক্ষ শফিকুল কাদির, সাধারণ সম্পাদক রফিকুল বাশার, প্রভাষক গোলাম মোঃ ফারুকী, আজিম উদ্দিন মাষ্টার, হাতেমতাঈ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এসএম ওয়াহেদুর রহমান বাদল, প্রধান শিক্ষক তাশারফ হোসেন প্রমুখ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাতেমতাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিদ্যালয় ক্যাম্পাসে সততা স্টোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার। একইসঙ্গে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীকে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে এম এহসান।মন্তব্য