kalerkantho


শেরপুরে শোক দিবসে শিশুদের আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা

শেরপুর প্রতিনিধি   

১৪ আগস্ট, ২০১৮ ১৭:৫৫শেরপুরে শোক দিবসে শিশুদের আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগিতা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শেরপুরে শিশুদের রচনা, আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জেলা শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিশু অংশগ্রহণ করে। 

এসব প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আসলাম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক শিব শংকর কারুয়া, প্রধান শিক্ষক মলয় মোহন বল প্রমুখ।

আগামীকাল বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভা শেষে প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হবে। মন্তব্য