kalerkantho


ইন্ডাস্ট্রিয়াল পার্কে বাকৃবি শিক্ষার্থী-শিক্ষক

বাকৃবি প্রতিনিধি    

১৪ আগস্ট, ২০১৮ ১৫:৪৮ইন্ডাস্ট্রিয়াল পার্কে বাকৃবি শিক্ষার্থী-শিক্ষক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী ও শিক্ষকরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন। কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তৃতীয় বর্ষের ৭৫ জন শিক্ষার্থী এতে অংশ নেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে শিক্ষার পাশাপাশি শিল্প সংশ্লিষ্ট বাস্তব জ্ঞান লাভের জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা নরসিংদী জেলার ঘোড়াশালে অবস্থিত প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন।

শিক্ষার্থীরা কারখানায় কাঁচামাল থেকে পণ্য উৎপাদন, ব্যবস্থাপনা, বিক্রয় ও বৈদেশিক রপ্তানির বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান লাভ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল, ফার্ম স্ট্রাকচার অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম প্রমুখ। মন্তব্য