kalerkantho


কমিটির সদস্যের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা

নড়াইল প্রতিনিধি    

১৪ আগস্ট, ২০১৮ ১১:১৬ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা

নড়াইলের লোহাগড়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্যের বিরুদ্ধে আরেক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার দুপুরে উভয় বিদ্যালয়ের সামনে তারা মানববন্ধন করেছে।

গতকাল ঘণ্টাব্যাপী মানববন্ধনে তিন শতাধিক ছাত্র-ছাত্রী, শিক্ষক, জনপ্রতিনিধি অংশ নেন। এ সময় মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক তসলিম হোসেন, পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য আকবর হোসেন লিপন, তুষার কাজী, শিক্ষক আতাউর রহমান, ফিরোজা খানম, শিলা রায়, সানজিদা খানম, নাসরিন খানম, শিক্ষার্থী মিম খানম প্রমুখ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুরে বাড়ি থেকে বিদ্যালয়ে আসার পথে কামরুলের (মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য) খাবারের দোকানে চকলেট কিনতে যায় প্রতিবন্ধী মেয়েটি। অনেক চকোলেট দিয়ে দোকানের গুদামে নিয়ে তার ওপর যৌন নির্যাতন করা হয়। মেয়েটি বাড়ি এসে মাকে ঘটনা জানায়। মেয়ের বাবা ঢাকায় চাকরি করেন। এ কারণে পরিবার এ ঘটনায় প্রভাবশালী কামরুলের ভয়ে কোনো ব্যবস্থা নিতে পারেনি। মন্তব্য