kalerkantho


অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া হবে না : পুলিশ মহাপরিদর্শক

চাঁদপুর প্রতিনিধি   

১০ আগস্ট, ২০১৮ ১৪:১৭অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া হবে না : পুলিশ মহাপরিদর্শক

ফাইল ফটো

পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন,  নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনের আড়ালে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে, তাদের অনেককেই ইতিমধ্যে চিহিৃত করা হয়েছে এবং অন্যদেরও চিহিৃত করার চেষ্টা চলছে।

শুক্রবার দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস মসজিদ, মহিলা পুলিশ ব্যারাক এবং নতুনবাজার পুলিশ ফাঁড়ি ভবনের উদ্বোধন শেষে কালের কণ্ঠকে তিনি এসব কথা বলেন। পুলিশ মহাপরিদর্শক বলেন, অভিযুক্তদের কাউকে ছাড় দেয়া হবে না।

এসময় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজ খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার উপস্থিত ছিলেন।মন্তব্য