kalerkantho


নওগাঁয় ইয়াবাসহ আটক তিন মাদক সেবনকারী জেলহাজতে

নওগাঁ প্রতিনিধি   

২২ জুলাই, ২০১৮ ২১:০৯নওগাঁয় ইয়াবাসহ আটক তিন মাদক সেবনকারী জেলহাজতে

নওগাঁর আত্রাই উপজেলায় ইয়াবাসহ ৩ মাদক সেবনকারীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাদের আটক করা হয়। আজ রবিবার তাদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার কাসুন্দা গ্রামের আমজাদ হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪১), একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোকলেছুর রহমান (৩০) ও পার্শ্ববর্তী বিরকুত্সা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৩২)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তফিজুর রহমান, এএসআই এনায়েত ও এএসআই সাইফুল শনিবার রাতে উপজেলার কাসুন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় ৮ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাদেরকে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।মন্তব্য