kalerkantho


নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৮ ০৯:২৪নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের কুন্দার পাড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহতে সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা সবাই লেগুনার যাত্রী বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ। তবে নিহতের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাস কুন্দারপাড়ায় পৌঁছলে ভেলানগর থেকে মরজালগামী যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশু, মহিলাসহ ছয়জন নিহত এবং আহত ২০ জন হন। আহতদের নরসিংদী জেলা হাসপাতালে ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, যাত্রীবাহী বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত স্থান থেকে এনা পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে।মন্তব্য