kalerkantho


ভালুকায় খামারের মাছ বিনষ্ট করার অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ জুলাই, ২০১৮ ০৪:৪৭ভালুকায় খামারের মাছ বিনষ্ট করার অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় খামারের প্রায় ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের সোয়াইল গ্রামের গোয়ালবেড় নামক বিলে।

জানা গেছে, ভালুকা পৌরসভার বাসিন্দা সাইফুল ইসলাম উপজেলার মেদুয়ারী ইউনিয়নে সোয়াইল গ্রামে গোয়ালবেড় বিলে ছয় একর জমি লিজ নিয়ে মাছ চাষ করেন। গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ওই বিলের পানি ছেড়ে দিয়ে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়। তা ছাড়া বিলে পানি না থাকায় অতিরিক্ত তাপদাহে খামারের সব মাছ মরে যায়। এতে ওই খামারির প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়।

খামার মালিক সাইফুল ইসলাম জানান, মাছের খামার করার কারণে স্থানীয় দুই ব্যক্তি তাঁর কাছে চার লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারাই এ কাজ করেছে। এ ঘটনায় তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ভালুকা মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।মন্তব্য