kalerkantho


বামনায় অজ্ঞাত রোগে চতুর্থ শ্রেণির শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২১ জুলাই, ২০১৮ ০২:৪৬বামনায় অজ্ঞাত রোগে চতুর্থ শ্রেণির শিশুর মৃত্যু

বরগুনার বামনা ডিগ্রী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রওশন আরা বেগমের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া শিশু সন্তান সাবরিনা সারওয়ার আয়শার (৯) অজ্ঞাত রোগে মৃত্যু হয়। 

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। নিহত ওই শিশুর বাবা গোলাম সারওয়ার একজন ঔষধ ব্যবসায়ী। তার বাড়ি বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের কড়ইবাড়িয়া গ্রামে।

নিহত আয়শার মা রওশন আরা জানান, তার স্বামী ব্যবসায়ীক কারণে অন্যত্র অবস্থান করায় মেয়ে আয়শাকে বাসায় রেখে তিনি বিকেলে তার ৪ বছরের ছেলে সন্তানকে নিয়ে পার্শ্ববর্তী এক বাসায় যায়। এ সময় আয়শা ঘরেই ছিল। তিনি কিছুক্ষণ পর ফিরে এসে তাকে ডাক দেয়। আয়শা কোনো উত্তর না দেওয়ায় স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙ্গে ঘরে ঢুকে। পরে আয়শার নিথর দেহ মেঝেতে পরে থাকতে দেখে। তিনি সঙ্গে সঙ্গে ওই আয়শাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. শাকিল আহম্মেদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা গেছে।মন্তব্য