kalerkantho


খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২০ জুলাই, ২০১৮ ১৫:১২খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফরিদপুরে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ফরিদপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নিলটুলী এলাকা থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মুজিব সড়ক হয়ে ফরিদপুর প্রেস ক্লাবের অদূরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আরী ইছা, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকার স্বৈরাচারী কায়দায় বেগম জিয়াকে মিথ্যা মামলায় বন্দী করে তাকে চিকিৎসা করার সুযোগও দিচ্ছে না। তারা গণআন্দোলনের মাধ্যমে বেগম জিয়াকে মুক্ত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।মন্তব্য