kalerkantho


খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি    

২০ জুলাই, ২০১৮ ১৪:৪৩



খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে বিএনপির বিক্ষোভ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও তাকে দ্রুত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা বিএনপি।

আজ শুক্রবার সকালে শহরের স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, মাইন উদ্দিন বাবুল, সফিউর রহমান সফি, আইনজীবী ফোরাম নেতা আইনজীবী গোলাম নবী ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক নওশের আলী প্রমুখ।

বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ না দেওয়া হলে তার মুক্তির দাবিতে দেশব্যাপী আগামীতে আরো কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।



মন্তব্য