kalerkantho


স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহবান নৌ পরিবহন মন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি   

১৯ জুলাই, ২০১৮ ২৩:৪৫স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহবান নৌ পরিবহন মন্ত্রীর

নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। ফাইল ছবি

আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করার আহবান জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক শ্রমিক সমাবেশে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধীদের হাত রয়েছে। আন্দোলনের নামে তারা মুক্তিযোদ্ধা ও জাতির জনকের বিরুদ্ধে স্লোগান দিয়েছে।’ কোটাবিরোধীদেরকে সঠিক পথে চলে আসার জন্য তিনি আহবান জানান।মন্তব্য