kalerkantho


৮ দিনেও খোঁজ মিলল না কলেজছাত্র মেহেদীর

মাদারীপুর প্রতিনিধি    

১৯ জুলাই, ২০১৮ ২২:২২৮ দিনেও খোঁজ মিলল না কলেজছাত্র মেহেদীর

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ৮ দিন অতিবাহিত হলেও এখনো খোঁজ মেলেনি কলেজছাত্র মেহেদী হাসান শুভর(২৩)। সে উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মো. দুলাল বেপারীর বড় ছেলে।   

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সিলেট এমসি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ও কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের মো. দুলাল বেপারীর ছেলে মেহেদী হাসান শুভ। সে গত ১২ জুলাই নিজ বাড়ি থেকে সিলেটের উদ্দেশে রওয়ানা দেয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সহপাঠি ও ভাড়া বাসায় খোঁজ নিলেও আজ বৃহস্পতিবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে আজ দুপুরে এ ঘটনায় কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

কালকিনি থানার এসআই মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।মন্তব্য