kalerkantho


গাংনীতে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে চার শিক্ষকের বেতন কর্তন

মেহেরপুর প্রতিনিধি   

১৯ জুলাই, ২০১৮ ২০:৩৯গাংনীতে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণে চার শিক্ষকের বেতন কর্তন

বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অপরাধে গাংনী উপজেলার চারজন প্রাথমিক শিক্ষকের এক দিনের বেতন কাটার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর পরই জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী তার ফেসবুক ওয়ালে দাপ্তরিক আদেশটি আপলোড করেন।

দাপ্তরিক আদেশে বলা হয়েছে, গাংনী উপজেলা শিক্ষা অফিসারের প্রতিবেদনের আলোকে গণকর্মচারি (নিয়মিত উপস্থিতি) ১৯৯২ এর ৪ ধারা মোতাবেক ওই শিক্ষকদের এক দিনের বেতন কর্তনের আদেশ দেওয়া হয়েছে।

বেতন কর্তন হওয়া শিক্ষকরা হলেন- গাংনী চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রকিবুল ইসলাম, সানজিদা খানম, উম্মে হাবিবা এবং কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নুরুল আমিন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দাপ্তরিক আদেশের অনুলিপিটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মেহেরপুর জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক, গাংনী উপজেলা শিক্ষা অফিসার, গাংনী উপজেলার হিসাব রক্ষণ অফিসার, গাংনী উপজেলার সংশ্লিষ্ট সহকারি উপজেলা শিক্ষা অফিসার এবং ওই দুটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, গত ১৭ জুলাই মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে ওই শিক্ষকদের অনুপস্থিত পেলে বিষয়টি তিনি জেলা শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষন করেন। এর পরই এ ঘটনা ঘটল। মন্তব্য