kalerkantho


স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সিয়ামের

গোপালগঞ্জ প্রতিনিধি    

১৯ জুলাই, ২০১৮ ১৩:৩৭স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সিয়ামের

স্কুল থেকে বাড়ি ফেরা হলো না সিয়াম শেখের (১১)। ছুটির পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া পিটিআই প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম একই উপজেলার গোবরা দক্ষিণপাড়া গ্রামের ব্যবসায়ী সিলন শেখের ছেলে ও পিটিআই প্রশিক্ষণ কেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, স্কুলের সামনে মহাসড়ক পার হচ্ছিল সিয়াম। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা  দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের মাঝিগাতি এলাকা থেকে ঘাতক মাইক্রোবাস ও এর চালককে আটক করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি। মন্তব্য