kalerkantho


মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনাসভা

চাঁদপুর প্রতিনিধি    

১৯ জুলাই, ২০১৮ ১৩:২৪মৎস্য সপ্তাহের শোভাযাত্রা ও আলোচনাসভা

স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে উদযাপিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহারসহ বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।

বক্তারা বলেন, ইলিশ উৎপাদনের মাধ্যমে সারা বিশ্বে চাঁদপুরের পরিচিতি পেয়েছে। তাছাড়া ইলিশের বাড়ি হিসেবে ব্র্যান্ডিং জেলার স্বীকৃতি পেয়েছে চাঁদপুর। তারা বলেন, দেশের চাহিদা পূরণ করে আজ বিদেশেও রপ্তানি হচ্ছে সুস্বাদু রূপালি ইলিশ। মাছের উৎপাদন বৃদ্ধিতে সকল প্রকার আইন মানতে হবে।

এ সময় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে উপস্থিত জেলে ও ব্যবসায়ীদের প্রতি সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। সভায় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, জেলেসহ মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মন্তব্য