kalerkantho


ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৮ জুলাই, ২০১৮ ১৩:২২ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ স্মরণে সারা দেশের সঙ্গে ফরিদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আজ বুধবার সকালে ফরিদপুর জিলা স্কুলে জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া কর্মসূচি উদ্বোধন করেন।

ফরিদপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে প্রমুখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি একটি যুগান্তকারী সিদ্ধান্ত। তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোর শ্রেষ্ঠ উপায়। এসব বৃক্ষ সব সময় শহীদদের আত্মত্যাগের কথা আমাদের মনে করিয়ে দেবে।

এদিকে, ফরিদপুর শহরতলির কোমরপুরের আব্দুল আজিজ ইনস্টিটিউশন ও নগরকান্দা উপজেলার চাঁদহাট উচ্চ বিদ্যালয়সহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুরূপ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।মন্তব্য