kalerkantho


পার্বতীপুরে শিশু ইয়াসিরের পাশে দাঁড়াল পূবালী ব্যাংক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৮ ১৮:২৭পার্বতীপুরে শিশু ইয়াসিরের পাশে দাঁড়াল পূবালী ব্যাংক

দিনাজপুরের পার্বতীপুরে শিশু ইয়াসির আরাফাতের (২) চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড। ব্যাংকের ম্যানেজমেন্টের পক্ষে রংপুর রিজিওনাল ম্যানেজার কামরুজ্জামান আজ মঙ্গলবার দুপুরে পার্বতীপুর শাখা অফিসে শিশুর মা ও বাবার হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন।

এ সময় শাখা ব্যবস্থাপক রেজাউল করিম, ব্যবসায়ী মো. সেলিম, ফেরদৌস আহম্মেদ, খালেকুজ্জামান মুকুল, প্রগিত সংঘের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও জাতীয় পত্রিকার বেশ কয়েকজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।

ডেপুটি জেনারেল ম্যাজের কামরুজ্জামান বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকের নাম পূবালী ব্যাংক। ব্যাংকটি তার সামাজিক দায়বদ্ধাতা থেকে বেশে কিছু ক্ষেত্রে সহায়তার হাত বাড়িয়ে থাকে।

উল্লেখ্য, পার্বতীপুর শহরের মোজাফফর নগর মহল্লার মো. রফিক ও সাবিনা ইয়াছমিন দম্পতি এক মাত্র পুত্র ইয়াসির আরাফাতের হার্টের ছিদ্র ধরা পরে সম্প্রতি। এ ব্যপারে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় সম্প্রতি এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। শিশু আরাফাতকে চিকিৎসা করাতে ভারতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে তার মা-বাবা জানান।মন্তব্য