kalerkantho


জয়পুরহাটে সাংস্কৃতিক উৎসব পালনে মতবিনিময় সভা

জয়পুরহাট প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৮ ১৭:১৫জয়পুরহাটে সাংস্কৃতিক উৎসব পালনে মতবিনিময় সভা

জয়পুরহাটে দু’দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল দশটায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশের সাথে আগামী ২০ ও ২১ জুলাই এই উৎসব অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় অনুষ্ঠানের পুরো পরিকল্পনা ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আ ত ম আব্দুল্লাহেল বাকী।

নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশব্যাপী এ আয়োজন সাধুবাদ জানিয়ে অনুষ্ঠানের সার্বিক সাফল্য ও উৎকর্ষ সাধনে বক্তব্য রাখেন জেলা আ লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী, সাংবাদিক মোস্তাকিম ফাররোখ, রতন কুমার খাঁ, খ ম আব্দুর রহমান রনি, তপন কুমার খাঁ, শাহজাহান সিরাজ মিঠু, আবু বকর সিদ্দিক প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কালচারাল কর্মকর্তা মো. মাহতাব হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, রবীন্দ্র সম্মেলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আমিনুল হক বাবুলসহ অন্যরা।মন্তব্য