kalerkantho


নওগাঁয় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি   

১৭ জুলাই, ২০১৮ ০৩:৩৬নওগাঁয় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। জানা যায়, গত রবিবার দিবাগত রাত ১২টায় উপজেলার বাহাদুরপুর ইউপির খড়িবাড়ী বাজারের ভূবনের স্ত্রী দুই সন্তানের জননী শাহনাজ বেগম (৩৮) কে ঘুমন্ত অবস্থায় ডান পায়ের উরুতে গোখরো সাপ কামড়ে দেয়। সাথে সাথে স্থানীয় একটি কবিরাজের কাছে এবং পরে তানোর উপজেলার চাপড়া গ্রামের একটি কবিরারে কাছে নেওয়ার পথে মারা যায়। 

এ বিষয়ে শাহনাজের স্বামী ভূবন বলেন, আমি বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি আসি। সে সময় আমার স্ত্রী শাহনাজের ডান পায়ের উরুতে একটি গোখরো সাপ কামড় দেয়। আমিও তা দেখতে পাই। সাথে সাথে আমি সাপটিকে মারতে গেলে আমার স্ত্রী নিষেধ করে বলে, সাপটিকে মারলে আমি আর বাঁচবো না। তাই আমি সাপটিকে মারিনি।

এরপর শাহনাজ বমন করতে লাগলে স্থানীয় একটি কবিরাজের কাছে নিয়ে যাই। কবিরাজ অপারগতা প্রকাশ করলে তানোর উপজেলার চাপড়া গ্রামের একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।মন্তব্য