kalerkantho


কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

কালের কণ্ঠ অনলাইন   

১৬ জুলাই, ২০১৮ ১২:৩৭কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে আজ সোমবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বিআইডাব্লিউটিএ কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, সকাল থেকে বাতাস বইতে থাকায় পদ্মা উত্তাল হয়ে উঠেছে। এ ছাড়া নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রচণ্ড স্রোত রয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ১০টা থেকে  বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। এ ছাড়া ফেরি চলাচল করলেও ঢেউয়ের কারণে তা ব্যাহত হচ্ছে।মন্তব্য