kalerkantho


বাকৃবির ৫৭ বছর উদযাপনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ জুলাই

বাকৃবি প্রতিনিধি   

১৫ জুলাই, ২০১৮ ২২:২১বাকৃবির ৫৭ বছর উদযাপনের রেজিস্ট্রেশনের শেষ সময় ১৬ জুলাই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাফল্য ও গৌরবের ৫৭ বছর উদযাপন এবং হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে অ্যালামনাইদের রেজিস্ট্রেশন শেষ হবে ১৬ জুলাই।

অনুষ্ঠানের তথ্য ও প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন চৌধুরী ও সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।

বাকৃবি ও বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২২ জুলাই এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে (bauaa.org.bd) গিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।মন্তব্য