kalerkantho


ফরিদপুরে পাঁচ গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১২ জুলাই, ২০১৮ ২২:৫৭ফরিদপুরে পাঁচ গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর

ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ এনজিও ফেডারেশনের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিন'র উদ্যোগে ফরিদপুরে পাঁচ গৃহহীন পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

রাসিন'র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তার সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ইমতিয়াজ হাসান রুবেল, মো. আজহারুল ইসলাম, সুরেশ হালদার, আ ন ম ফজলুল হাদী সাব্বির, মাহমুদা বেগম রুনু প্রমুখ। 

বক্তারা বলেন, দেশে কেউ গৃহহীন থাকবে না সরকারের  এই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকল পর্যায় থেকে কাজ করতে হবে।মন্তব্য