kalerkantho


বকেয়া ভাতা প্রদান ও ভাতা বৃদ্ধির দাবি

নড়াইলে ইউপি নারী সদস্যদের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি    

১২ জুলাই, ২০১৮ ১৫:২১নড়াইলে ইউপি নারী সদস্যদের মানববন্ধন

গত ২৪ মাসের বকেয়া ভাতা প্রদান, নির্বাচিত নারী সদস্যদের মাসিক ভাতা ২৫ হাজার নির্ধারণ ও সমান সুযোগের দাবিতে নড়াইলেমানববন্ধন করেছেন  ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত সংরক্ষিত নারী সদস্যরা।

আজ বৃহস্পতিবার (১২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা নারী ফোরাম সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না সেন, জেলা পরিষদ সদস্য অ্যাড. রওশন আরা কবীর, নারী নেত্রী আঞ্জুমান আরা, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অ্যাড.নজরুল ইসলাম, অ্যাড. রমা রায়, নড়াইল পৌরসভার সদস্য ইপি রানী বিশ্বাস প্রমুখ।

বক্তারা বলেন নির্বাচিত নারী সদস্যরা সামান্য যে ভাতা পান তাও ২৪ মাস ধরে বকেয়া রয়েছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে সকল উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়ান ইউপি চেয়ারম্যান। নির্বাচিত নারী সদস্যদের পুরুষদের পাশাপাশি সমানভাবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ প্রদানের দাবি তোলা হয় মানববন্ধন থেকে।  মন্তব্য