kalerkantho


গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি    

১২ জুলাই, ২০১৮ ১৪:২১গফরগাঁওয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমি  মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনুল ইসলাম, নাজমুল হুদা, কুশল আহমেদ রনি, জান্নাত আরা, সবুজ মিয়া, মনিরুল আমিন, হাফিজ উদ্দিন প্রমুখ।

সভায় উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।মন্তব্য