kalerkantho


জলঢাকায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি    

২৫ জুন, ২০১৮ ২১:১৪জলঢাকায় ১৫০ শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

নীলফামারীর জলঢাকয় ১৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় উপজেলা হলরুমে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে এসব ল্যাপটপ তুলে দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম গঠনের লক্ষ্যে এই ল্যাপটপ প্রতিষ্ঠানগুলোতে দেওয়া হয়। 

এর আগে উপজেলা প্রথামিক শিক্ষা অফিসের আয়োজনে ইউএনও উত্তম কুমার রায়ের সভাপতিত্বে ল্যাপটপ ব্যাবহারের ওপর গুরুত্বারোপ করে আলোচনায় অংশ নেন জেলা প্রথমিক শিক্ষা অফিসার ওসমান গনি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জহির ইমাম, উপজেলা যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের, সহকারী শিক্ষা কর্মকর্ত মোশফেকুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা, ওসমান গনি। আর সার্বিক তত্ত্বাবধায়ন করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজল কুমার রায়।মন্তব্য