kalerkantho


দুই মালিক সমিতির দ্বন্দ্ব নিরসন

খুলনা-ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল শুরু

ঝালকাঠি প্রতিনিধি    

২৫ জুন, ২০১৮ ১৩:২২খুলনা-ঝালকাঠি-বরিশাল রুটে বাস চলাচল শুরু

অবশেষে বাসের ট্রিপ নিয়ে ঝালকাঠি ও বরিশাল দুই মালিক সমিতির দ্বন্দ্বের অবসান হয়েছে। দীর্ঘ সাত মাস পর ঝালকাঠি-খুলনা-বরিশাল রুটে আজ সোমবার সকালে সরাসরি বাস চলাচল শুরু হয়েছে। ফলে দীর্ঘ ভোগান্তির হাত থেকে মুক্তি পেয়েছে এ রুটে যাতায়াতকারী যাত্রীরা।

দুই মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, ঝালকাঠি বাস মালিক সমিতি সড়কে ন্যায্য হিস্যার দাবিতে গত বছরের ১৮ ডিসেম্বর থেকে বরিশালের সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে সরাসরি বাস চলাচল বন্ধ করে দিয়েছিল। পটুয়াখালী-বরগুনা-কুয়াকাটা রুটে ঝালকাঠি মালিক সমিতির বাস চালাতে না দেওয়ায় বরিশাল মালিক সমিতির ওপর ক্ষুব্ধ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছিল ঝালকাঠি মালিক সমিতি।

অবশেষে বরিশাল বিভাগীয় কমিশনার, ডিআইজি ও জেলা প্রশাসনের মধ্যস্থতায় গতকাল রবিবার বিকেলে দুই মালিক সমিতির নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ঝালকাঠি মালিক সমিতির সাতটি বাস পটুয়াখালী-বরগুনা-কুয়াকাটা রুটে চলাচলের দাবি মেনে নেয় বরিশাল বাস মালিক সমিতি। এতে অবসান ঘটে দীর্ঘ সাত মাসের ভোগান্তির। মন্তব্য