kalerkantho


ঘাটাইলে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

কালের কণ্ঠ অনলাইন   

২৫ জুন, ২০১৮ ১২:২৪ঘাটাইলে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ১

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে এক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছেন। নিহতের নাম খলিলুর রহমান (৩৫)। নিহত খলিলুর রহমানের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাং ডুবাইল গ্রামে। তিনি ঐ এলাকার মৃত ময়না মিয়ার ছেলে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বিষযটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে একটি পিকআপ ভ্যানের সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিকআপ ভ্যানটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে গুরুতর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানান তিনি।

 মন্তব্য