kalerkantho


বাজেটে গুঁড়ো দুধে শুল্ক কমানোর প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি    

২৪ জুন, ২০১৮ ১৪:৩২বাজেটে গুঁড়ো দুধে শুল্ক কমানোর প্রতিবাদে মানববন্ধন

২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে ভর্তুকিপ্রাপ্ত দেশ থেকে আমদানিকৃত গুঁড়ো দুধের ওপর শুল্ক কমানোর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখা।

এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে আজ রবিবার সকালে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মো. হামিদ সরকার। তিনি বলেন, সরকার ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে ভর্তুকিপ্রাপ্ত দেশ থেকে আমদানিকৃত গুঁড়ো দুধের ওপর থেকে শুল্ক কমানোর কারণে বাজারে গুঁড়ো দুধের ব্যবসায় প্রসার ঘটছে এবং এক শ্রেণির ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।

অন্যদিকে, এর খারাপ প্রভাব পড়ছে সারা দেশের দুগ্ধ খামারিদের ব্যবসার ওপর। আমদানিকৃত গুঁড়ো দুধের ওপর শুল্ক না বাড়ালে দেশের দুগ্ধ খামারিরা ব্যাপক ক্ষতির সন্মুখীন হবে।

মানববন্ধনে সংগঠনটির আওতাধীন জামালপুর জেলার ৮০০ খামারের মালিক ও প্রতিনিধিরা অংশ নেন।মন্তব্য