kalerkantho


গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : দুদু

কালের কণ্ঠ অনলাইন   

২৪ জুন, ২০১৮ ১১:৩৪গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই : দুদু

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায় গাজীপুরে তার ছিটেফোঁটাও নেই। সারা দেশের মতো এখানেও নির্বাচনী পরিবেশ ধ্বংস করে দিয়েছে তারা।

আজ রবিবার সকালে বিএনপি ও ২০ দল মনোনিত মেয়র প্রার্থী হাসান উদ্দীন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এক পথ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,  যদি নির্বাচন সুষ্ঠু না হয় তবে গাজীপুরের এই নির্বাচন সরকারের জন্য যেমন বিপদ ঢেকে আনতে পারে, গণতান্ত্রিক শান্তিপ্রিয় মানুষদের জন্যও এটা একটি অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। কারণ অধিকার হারা মানুষগুলো সব সময় অধিকার হারা থাকতে চায় না।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির কোষাধ্যক্ষ মাঈনুল ইসলাম, ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী, কৃষক দলের নেতা মোল্লা ওলি উল্লাহ প্রমুখমন্তব্য