kalerkantho

আহত ১৫

সলঙ্গায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি    

২৪ জুন, ২০১৮ ০৯:৪৪ | পড়া যাবে ১ মিনিটেসলঙ্গায় বাস-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। দুর্ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে।

আহতদের স্থানীয় ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার ভোরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে আরপি স্পেশাল নামের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের হরিণচড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতাতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

লাশ ও দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ ভ্যান থানা হেফাজতে রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

মন্তব্য