kalerkantho


রাঙ্গুনিয়ায় আগুনে দুই ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৪ জুন, ২০১৮ ০৫:০৫রাঙ্গুনিয়ায় আগুনে দুই ঘর পুড়ে ছাই

ফাইল ছবি

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার ভোর ৪টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার গোচরাবাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর আনসার উদ্দিন জানান, রাঙ্গুনিয়া উপজেলার গোচরাবাজার এলাকায় অগ্নিকাণ্ডে দুজন মালিকের একাধিক কক্ষবিশিষ্ট দুটি কাঁচাবসত ঘর পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভোর ৪টায় এ আগুন লাগে।

রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের দুটি গাড়ি দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৫টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি।মন্তব্য