নানা আয়োজনে চাঁদপুরে পালিত হচ্ছে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস। এই উপলক্ষে শনিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান, পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এস এম দেলওয়ার হোসনে, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মঈনুল হাসান, প্রেস ক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।
এদিকে, পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর স্টেডিয়ামে সরকারি কর্মসেবা বিষয়ক মেলার আয়োজন করা হয়েছে। এতে জেলা পর্যায়ে সরকারি দপ্তরগুলোর পক্ষ থেকে বেশকিছু স্টল স্থান পেয়েছে। এসব স্টল ঘুরে দেখছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারি ছাড়াও সাধারণ দর্শনার্থীরা।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
পরকীয়া প্রেমিকের স্ত্রী-কন্যার মারধরের শিকার চিত্রনায়িকা রাকা
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...