kalerkantho


ফরিদপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৩ জুন, ২০১৮ ১৪:৫৯ফরিদপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত

জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার  ফরিদপুরে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। 

আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষের অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো. এরাদুল হক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামসুল আলম, পুলিশ সুপার মো. মো, জাকির হোসেন খান, সিভিল সার্জন ডা. শাজাহান কবীর চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, সিভিল সার্ভিসের কর্মকর্তারা সব সময় মানুষকে সেবা দিতে সচেষ্ট থাকেন। যে সেবা দিতে তারা অঙ্গিকারাবদ্ধ। একই সাথে গণমানুষের সেবা প্রদানের মাধ্যমে তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন।মন্তব্য